Top
সর্বশেষ

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩

১৬ ডিসেম্বর, ২০২১ ৩:৫৫ অপরাহ্ণ
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩
ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের নগরকান্দা ও মধুখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১ স্কুল ছাত্রী ও ২ নারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন।

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের মানিকনগর নামক স্থানে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকাপের সাথে ব্যাটারী চালিত ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ নারী
নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৫ জন। তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া জানান, বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফরিদপুর ও নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। আমিও নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

নিহতরা হলেন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামের রব্বান শেখের স্ত্রী নবী বেগম(৫৫) ও তার নাতনী ময়না বেগম (২৫)। তারা মাঝারদিয়া থেকে
অটোযোগে ফরিদপুর আসছিল আত্মীয় বাড়িতে। অটোটি মানিকনগর এলাকায় আসলে পিছন দিক থেকে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকাপ (ঢাকা মেট্রো ন ২৪১৪) চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায়

আহত আরো ৫ জনকে উদ্ধার করে ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ পিআপটি জব্দ করেছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মুধখালীতে বিজয় দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এমএম পরিবহন নামে একটি বাসের চাপায় মারা গেছে সাজেদা পারভীন নামে ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রী। সে উপজেলার পাইলট স্কুলে বিজয় দিবসের অনুষ্ঠানে এসেছিল শিক্ষকদের সাথে। তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। নিহত পিতার নাম বকুল সেখ। করিমপুর হাইওয়ে পুলিশ ফারির দায়িত্বরত কর্মকর্তা ইন্সপেক্টর মামুন আবদুল্লাহ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

শেয়ার