Top

আবাহনীর ফুটবলাররা পাচ্ছেন ২৫ লাখ টাকা

১৯ ডিসেম্বর, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
আবাহনীর ফুটবলাররা পাচ্ছেন ২৫ লাখ টাকা

তিন বছর পর ঘরোয়া ফুটবলের কোনো ট্রফি পেল দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। অন্য কয়েক দিনের চেয়ে গতকালের রাতটি আবাহনী ক্লাবের জন্য ছিল ভিন্ন। খেলোয়াড়রা সবাই ছিলেন আনন্দিত। সেই আনন্দে আরো বাড়তি মাত্রা যোগ করেছে ক্লাবের বোনাস ঘোষণা।

আবাহনী ক্লাবের ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন, ‘ক্লাব থেকে স্বাধীনতা কাপ ট্রফি জয়ের জন্য ২৫ লাখ টাকা বোনাস ঘোষণা করা হয়েছে। এই অর্থ দলের সবার মধ্যে বণ্টন করা হবে।’

ক’দিন পরেই ফেডারেশন কাপ এরপর প্রিমিয়ার লিগ। এই দুই আসরেও শিরোপায় চোখ আবাহনীর, ‘আমাদের ফুটবলারদের শিরোপা জয়ের সামর্থ্য রাখে। এই মৌসুমের বাকি প্রতিযোগিতাগুলোতেও চ্যাম্পিয়ন হতে চাই। সামনে আরো সাফল্য পেলে ফুটবলার ও কোচিং স্টাফকে ক্লাব আরও বেশি সম্মানী দেবে।’

ঘরোয়া ফুটবলে এক সময় শিরোপার প্রতিদ্বন্দ্বীতা হতো আবাহনী ও মোহামেডানের মধ্যে। মোহামেডান ফুটবলে শিরোপা দৌড়ে নেই এক দশকের বেশি সময়। মাঝে আবাহনীর প্রতিদ্বন্দ্বী ছিল শেখ রাসেল, শেখ জামাল। ২০১৮ সালে বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে শীর্ষ পর্যায়ে আবির্ভাবের পর আবাহনীর প্রতিদ্বন্দ্বী এখন কিংস। গত তিন বছরে আবাহনী ফেডারেশন কাপ ছাড়া আর কিছু জিততে পারেনি। স্বাধীনতা কাপ জেতে কিংসকে হুশিয়ারী জানাল। আবাহনী স্বাধীনতা কাপ ট্রফি পেল ৩১ বছর পর।

শেয়ার