Top
সর্বশেষ

১৬ মুক্তিযোদ্ধা পেল বিজিএপিএমইএ’র সংবর্ধনা

২০ ডিসেম্বর, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
১৬ মুক্তিযোদ্ধা পেল বিজিএপিএমইএ’র সংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারের সেনা গৌরব মিলনায়তনে ১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে এই সংবর্ধনা দেওয়া হয়।

একইসঙ্গে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিজিএপিএমইএ। কসমো গ্রুপের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন- সেনস্ প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোস্তফা সেলিম, ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মজুমদার, জেকট্রিমস এক্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা একেএম আওরঙ্গজেব, স্বর্ণলতা পলি অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের (মরণোত্তর) কর্ণধার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, চৌধুরী প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন চৌধুরী, এবোটো প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

আইডিয়াল পলিমার এক্সপোর্ট লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, ফরচুন জিপারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. মকবুল আহমেদ খান, বিজিএপিএমইএ সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোহা. শওকত আলী খান, গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভূঁঞা, গ্রীনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা শেখ মহিউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম খাঁন, বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন, জি কে এম শহীদ উল্ল্যাহ মজুমদার এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিবুল্লাহ বীর বিক্রম (মরণোত্তর)।

সভায় জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সশরীরে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।

বিজিএপিএমইএ’র সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসমো গ্রুপের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দার, বিজিএপিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ বেলাল, দ্বিতীয় সহ-সভাপতি-একেএম মোস্তফা সেলিম, সহ-সভাপতি- জহির উদ্দিন আলমগীর এবং সহ-সভাপতি (অর্থ) মনির উদ্দিন আহমেদ ও কসমো গ্রুপের নির্বাহী পরিচালক নাঈম হায়দারসহ বিজিএপিএমইএর নেতারা।

শেয়ার