Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

টাঙ্গাইল-৭ উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল

২০ ডিসেম্বর, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
টাঙ্গাইল-৭ উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীসহ চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা নির্বাচন কার্যালয়ের মিলনায়তনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়নপত্র বাতিলকৃতদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, বৈরাবরী পার্টির (অনিবন্ধিত) যুগ্ম-সম্পাদক পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়া।

এ বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, সেন্ট্রাল ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট অনুযায়ী খেলাপী ঋণের জামিনদার থাকায় আওয়ামী লীগের প্রার্থী খান আহমেদ শুভ এবং ভোটার আইডির নামের সাথে মনোনয়নে প্রদত্ত নামের মিল না থাকায় বৈরাবরী পার্টির (অনিবন্ধিত) যুগ্ম-সম্পাদক পীর সৈয়দ আলমগীর হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে তিন জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির সভাপতি মন্ডলীর সদস্য জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার ও বাংলাদেশ কংগ্রেস পার্টির সদস্য রূপা রায় চৌধুরী।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান আরও জানান, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) সংসদীয় আসনের উপ-নির্বাচনে সাত জনের মধ্যে চার জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আগামী তিন দিনের মধ্যে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ৩০ নভেম্বর আসনটি শূণ্য

ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি এ সংসদীয় আসনে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

 

শেয়ার