Top
সর্বশেষ
ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫ শিরোপা ধরে রাখতে বরিশালের সামনে বড় লক্ষ্য দিলো চিটাগং কিংস আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার নারায়ণগঞ্জের সেই গডফাদার কোথায়: জামায়াত আমীর ইসরাইলের তৈরি বালুর ঢিবি থেকে ৬৬ ফিলিস্তিনির লাশ উদ্ধার আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

কক্সবাজার সৈকতে জেটস্কি’র আঘাতে মাথা ফাটল পর্যটকের

২২ ডিসেম্বর, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ণ
কক্সবাজার সৈকতে জেটস্কি’র আঘাতে মাথা ফাটল পর্যটকের

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার সময় জেটস্কির ধাক্কায় এক পর্যটক গুরুতর আহত হয়েছেন। এ দুর্ঘটনায় জেটস্কিটি জব্দ করা হয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটেছে।

আহত মো. ফাহিম ওয়াহিদ (২৩) সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ১৪ নম্বর ওয়ার্ডের বন্দরবাজার এলাকার মোহাম্মদ শামীমের ছেলে।

স্থানীয়দের বরাতে মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বেড়াতে আসা পরিবারের সদস্যদের সঙ্গে মো. ফাহিম ওয়াহিদ সাগরে গোসল করছিল। এক পর্যায়ে সেখানে চলাচলকারি একটি জেটস্কি তাকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়াহিদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বিকালে তাকে স্বজনরা বিমানযোগে ঢাকায় নিয়ে যান। ঘটনার পরপরই জেটস্কির চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত জেটস্কিটি জব্দ করা হয়েছে।

স্বজনদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আহত শামীম ওয়াহিদকে ঢাকায় নেওয়ার পর আগারগাঁওস্থ নিউরো সাইন্স মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাথার পিছনে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এখন শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহিউদ্দিন আহমেদ।

শেয়ার