Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

২২ ডিসেম্বর, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

ইব্রাহিম উপজেলার আজমতপুর ঢুলিপাড়া গ্রামের দুঃখু আলীর ছেলে।

ইব্রাহিমের চাচাত ভাই শরিফুল ইসলাম জানান, আমাদের না জানিয়ে গত রাতে ইব্রাহিম সীমান্ত এলাকায় গিয়েছিল। সকালে আমরা বিজিবি সূত্রে জানতে পারি বিএসএফের গুলিতে সে মারা গেছে। তবে লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে আছে।

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মনিরুল ইসলাম মুঠোফোনে বলেন, গুলির ঘটনা রাত ২টার দিকে হয়েছে। সকালে নিহতের পরিবারের সদস্য ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে বিএসএফ গুলিতে মৃত্যুর বিষয়টি স্বীকার করে।

বিএসএফ জানায়, পেটে গুলি লাগার পর হাসপাতালে নেওয়ার পর মারা যায় সে। বুধবার দুপুর ২টায় লাশ দেওয়ার কথা জানিয়েছে বিএসএফ।

স্থনীয়দের বরাত দিয়ে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. তোজাম্মেল হক জানান, আজমতপুর সীমান্ত পিলার ১৮২/১-এস ও ১৮২/২-এস এলাকার মধ্যবর্তী এলাকায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আমির হোসেন মোল্লা বলেন, বিষয়টি জেনেছি। বিএসএফের সঙ্গে কথা বলে বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার