Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

এসএসসি পরীক্ষার্থী হত্যার বিচার দাবিতে উত্তাল ঠাকুরগাঁও

২৩ ডিসেম্বর, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
এসএসসি পরীক্ষার্থী হত্যার বিচার দাবিতে উত্তাল ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে দূর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদি হাসান (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। “বিচার চাই বিচার চাই” স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ঠাকুরগাঁও শহর।

২৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও কোর্ট চত্বর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও শোক র‌্যালির আয়োজন করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মানববন্ধনে তারা মেহেদি হত্যার বিচার দাবি করে স্লোগান দিতে থাকে। মেহেদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় তারা। সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

আন্দোলন চলাকালীন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইঞা ঘটনায় জড়িতদের বিচারের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার পরামর্শ দেন। তিনি বলেন, এমন ঘটনার পুণরাবৃত্তি যাতে না হয় এ বিষয়ে পুলিশ ও প্রশাসন সজাগ থাকবে। মেহেদি হত্যার মুল রহস্য বের করতে ইতোমধ্যে প্রশাসন কাজ করছে।

এর আগে ২২ ডিসেম্বর বুধবার রাতে সদর উপজেলার দুরামারি বিসিক এলাকার শামিমের হোটেলের পাশে দূর্বৃত্তের ছুড়িকাঘাতে নিহত হয় মেহেদি। এ ঘটনায় আরমান (১৫) নামে আরও একজন গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত মেহেদি হাসান এসএসসি পরীক্ষার্থী ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এবং ঠাকুরগাঁও রুহিয়া সেনেহারি গ্রামের আব্দুল. মালেকের ছেলে।

মেহেদি শহরের পরিশোধ পাড়ায় মামা আমজাদ হোসেনের বাসায় থাকতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে শামিমের হোটেলের পাশে চিৎকার শুনতে পেয়ে বাজারের লোকজন এগিয়ে যায়। গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাদের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেবার পর কর্তব্যরত চিকিৎসক মেহেদিকে মৃত ঘোষণা করে।

নিহত মেহেদির মামা আমজাদ হোসেন বলেন,স্কুলে যাওয়ার সুবিধার্থে মেহেদি আমাদের বাসায় থেকে পড়াশোনা করতো। সন্ধ্যায় কেউ একজন ডেকে নিয়ে যায় মেহেদিকে। কিছুক্ষণ পরে মোবাইলে একজন হামলার বিষয়টি জানায়।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ছাবরিনা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই মেহেদির মৃত্যু হয়। আহত আরমানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

শেয়ার