Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

কুষ্টিয়ার দুটি উপজেলায় ইউপি নির্বাচনে জয়ী হলেন যারা

২৬ ডিসেম্বর, ২০২১ ৯:২৬ অপরাহ্ণ
কুষ্টিয়ার দুটি উপজেলায় ইউপি নির্বাচনে জয়ী হলেন যারা
আল-মামুন সাগর, কুষ্টিয় :

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসায় চতুর্থ ধাপের ২০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ ৮, বিএনপি ১ টিতে, স্বতন্ত্র ৮ টিতে এবং আওয়ামী লীগের বিদ্রোহী ৩ টিতে জয়লাভ করেছে।

কুমারখালীর ১১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৩ টি এবং খোকসায় ৯ টি ইউনিয়নের ৭৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কুমারখালীর ১২৩ টি কেন্দ্রের মধ্যে ৮০ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ও ৫৩ টি অধিক ঝুঁকিপূর্ণ ঘোষনা দেয়া হয়। অপরদিকে খোকসা উপজেলায় ৯ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে খোকসার বেতবাড়িয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন নৌকার প্রার্থী বাবুল আক্তার।

কুমারখালী উপজেলায় বেসরকারিভাবে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন বাগুলাট ইউনিয়নের নৌকার প্রার্থী আজিজুল হক বিশ্বাস নবা, সদকী ইউনিয়নে নৌকার প্রার্থী মিনহাজুল আবেদিন দ্বীপ, নন্দলালপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান খোকন, চাপড়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী এনামুল হক মঞ্জু, কয়া ইউনিয়নের নৌকার প্রার্থী সাদিয়া জামিল কনা, চাঁদপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী রাশিদুজ্জামান তুষার, জগন্নাথপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল বাকী বাদশা, পান্টি ইউনিয়নের বিএনপির হাফিজুর রহমান হাফিজ, শিলাইদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী গাজী হাসান তারেক বিপ্লব, চরসাদিপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মেসের আলী খান ও যদুবয়রা ইউনিয়নে নৌকার প্রার্থী মিজানুর রহমান মিজান।

অপরদিকে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী টিপু সুলতান, আমবাড়িয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আকমল হোসেন, খোকসা ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল মালেক, জানিপুর ইউনিয়নে নৌকার প্রার্থী হবিবর রহমান হবি, গোপগ্রাম ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোতালেব হোসেন, শোমসপুর ইউনিয়নের নৌকার প্রার্থী বদরউদ্দিন খান, শিমুলিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুস ও ওসমানপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ওহিদুল ইসলাম ডব্লিউ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ।

শেয়ার