Top
সর্বশেষ

আজ পর্দা নামছে রিহ্যাব মেলার

২৭ ডিসেম্বর, ২০২১ ৩:৩৩ অপরাহ্ণ
আজ পর্দা নামছে রিহ্যাব মেলার

পাঁচ দিনব্যাপী ‘রিহ্যাব আবাসন মেলা-২০২১’ এর পর্দা নামছে আজ (সোমবার)। মেলার ক্রয়-বিক্রয়ের সার্বিক বিষয় তুলে ধরতে বিকেল ৫টায় মেলাপ্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রিহ্যাব।

এবারের মেলায় ১৫০ প্রতিষ্ঠানের ২২০টি স্টল স্থান পায়। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দেয় রিহ্যাব। মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয়।

পাঁচ দিনব্যাপী এ মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন হারে মূল্যছাড় দিয়েছে। মেলার শুরু থেকে এই কয়েক দিন বিভিন্ন পর্যায়ের ক্রেতারা মেলায় আগমন করেন। তারা তাদের পছন্দমতো ফ্ল্যাট ও প্লটের খোঁজ খবর নেন।

গত ২৩ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

শেয়ার