Top

অনলাইন স্ট্রিমিং সাইটগুলো ভ্যাটের আওতায় আনতে এনবিআরের চিঠি

১৮ জুন, ২০২০ ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন স্ট্রিমিং সাইটগুলো ভ্যাটের আওতায় আনতে এনবিআরের চিঠি

অনলাইন স্ট্রিমিং সাইটগুলোর সাবস্ক্রিপশন ফি থেকে মূল্য সংযোজন করের (ভ্যাট)  আওতায় আনতে পদক্ষেপ  নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব সাইটের মধ্যে রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন, জুম, স্কাইপে, প্রাইম, জেডইই, হইচই ও এইচবিও।

গত ১১ জুন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালকে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ করেন ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমান। চিঠি পাঠানোর কথা স্বীকার করলেও বিষয়বস্তু সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

উল্লেখ্য, অনলাইন সাইটগুলোর সাবস্ক্রিপশন ফি’র ওপর বর্তমানে ১৫ শতাংশ ভ্যাট আদায়ের নিয়ম রয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, চিঠিতে বলা হয়েছে,  অনলাইন স্ট্রিমিং সাইটগুলোর বেশিরভাগ  গ্রাহকই ফি দেওয়ার জন্য ব্যক্তিগত ক্রেডিট কার্ড ব্যবহার করেন।  ফলে  এনবিআর এই খাত থেকে কোনো ভ্যাট পায় না।

এতে আরও বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকগুলো চাইলে এই ক্ষেত্রে সেবাচার্জ হিসাবে ক্রেডিট কার্ডের বিপরীতে ১৫ শতাংশ ভ্যাট কেটে রাখতে পারে।  বাংলাদেশ ব্যাংক যেন এ বিষয়ে নির্দেশনা দেয়, সেই অনুরোধও করা হয়েছে চিঠিতে।

শেয়ার