Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

শেরপুরে প্রথম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

৩০ ডিসেম্বর, ২০২১ ৩:২৭ অপরাহ্ণ
শেরপুরে প্রথম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি :

শেরপুরের উদ্যোক্তাদের নিয়ে জেলায় প্রথম উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে শিল্পকলা একাডেমিতে শেরপুর উদ্যোক্তা কমিউনিটির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোমিনুর রশিদ।

উদ্যোক্তা কমিউনিটির প্রধান সমন্বয়ক ইমরান হাসান রাব্বীর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রিয় অতিথি হিসেবে ছিলেন লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সমাজসেবা কার্যলয়ের উপ পরিচালক এটিএম আমিনুল ইসলাম, জেলা বিসিকের উপ ব্যবস্থাপক বিজয় কুমার, বিকেবির মূখ্য আঞ্চলিক অফিসার সুভাষ চন্দ্র সাহা, সোনালী ব্যাংক শেরপুরের আঞ্চলিক শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মলয় মোহন বল, জয়িতা সাবিহা জামান শাপলা, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত।

শেরপুরের জেলা প্রশাসক মোমিনুর রশিদ বলেন, সরকার উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। যুবউন্নয়ন অধিদপ্তর ও বিসিক এ নিয়ে কাজ করে যাচ্ছে। এছাড়াও উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থাও করেছেন। তাদের সব ধরণের সুযোগ সুবিধা দেওয়া হবে।

শেয়ার