Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

নোয়াখালীতে দলিল লেখকসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

৩০ ডিসেম্বর, ২০২১ ৩:৪৯ অপরাহ্ণ
নোয়াখালীতে দলিল লেখকসহ ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী সদর রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. জামাল উদ্দিনসহ চার জনের বিরুদ্ধে ৭০ লাখ টাকার আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আসামীরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে উত্তরা ব্যাংক লিমিটেড, সোনাপুর শাখার সত্তর লাখ টাকা আত্নসাৎ করে স্থানান্তর , হস্তান্তর ও রূপান্তর করে। একই সাথে সরকারের এক লাখ বারো হাজার তিনশত বিশ টাকা রাজস্ব ফাঁকি দেয় তারা।

বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর সহাকরি পরিচালক সুবেল আহমেদ বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছেন, সুবর্ণচর উপজেলার পশ্চিম চর জব্বর চর রশিদ গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. শাহজাহান, সদর উপজেলার পাক কিশোরগঞ্জ জালিয়াল এলাকার সেকান্দার মিয়ার ছেলে মো. শরিফ উল্যাহ, একই এলাকার ছায়েদল হকের ছেলে সেকান্দার মিয়া এবং উত্তর ওয়াপদা পূর্ব শুল্লকিয়া গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে ও সদর রেজিস্ট্রি অফিসের দলিল লেখন জামাল উদ্দিন।

জানা গেছে, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার আব্দুল্লাহ মিয়ারহাট বাজারের মেসার্স জননী ট্রেডার্সের মালিক শাহাজাহান আব্দুল্লাহ তার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সয়াবিন, বাদাম, ডাল, যাবতীয় ভূষামালের পাইকারী ব্যবসা করতেন। গত ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর শাহাজাহান তার ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে উত্তরা ব্যাংক সোনাপুর শাখা থেকে পঞ্চান্ন লাখ টাকা ঋণ সুবিধা গ্রহণের জন্য শাখা ব্যবস্থাপক বরাবর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে শাখা কর্তৃক ঋণ প্রস্তাব উত্তরা ব্যাংক প্রধান কার্যালয় ঢাকায় প্রেরণ করা হয়। পরে ৪৭.৩৫ শতাংশ জমি বন্ধক নিয়ে পঞ্চাশ লাখ টাকা ঋণ বিতরণ করে। এরপর ২০১৬ সালের ৩০ নভেম্বর পুনঃরায় ব্যবসা বাড়ানোর জন্য জন্য আরও ৯.৬৫ শতাংশ আবাসিক জমির উপর নির্মিত এক তলা বিশিষ্ট বাড়ি বন্ধক রেখে ঋণ সীমা সত্তর লাখ টাকা বৃদ্ধির আবেদন করেন। অনুমোদন পাওয়ার পর উত্তরা ব্যাংক সোনাপুর শাখা নতুন ৯.৬৫ শতাংশ আবাসিক জমিসহ মোট ৫৭ শতাংশ জমি সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়, নোয়াখালীর বন্ধকী দলিল মূলে সম্পাদন করেন।

উল্লিখিত ৯.৬৫ শতাংশ জমি সেকান্দর মিয়ার কাছ থেকে সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের মাধ্যমে ক্রয় করে একতলা বাড়ি তৈরি করেন শাহজাহান।সেকান্দর মিয়া হলেন শাহাজানের স্ত্রীর বড় বোনের স্বামী। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় ব্যাংকে মটর্গেজ দেওয়ার আগের দিন নতুন গ্রহণকৃত ৯.৬৫ শতাংশ আবাসিক জমি ভিটি হিসেবে দেখিয়ে সেকান্দর মিয়ার ছেলে শরিফ উল্যাহর নিকট হস্তান্তর করে। ওই জমি হস্তান্তরের সময় এক তলার বাড়িটির কথা গোপন রেখে দলিল নিবন্ধন করা হয়। যার ফলে সরকারের ১ লাখ ১২৩২০ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়। দলিল লেখক জামাল উদ্দিন এ কাজে সহযোগিতা করেন। যেহেতু তারা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে উত্তরা ব্যাংক লিমিটেড সোনাপুর শাখার সত্তর লাখ টাকা আত্মসাৎ পূর্বক স্থানান্তর , হস্তান্তর ও রূপান্তর করা ও সরকারের যে রাজস্ব ফাঁকি দিয়েছেন তা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

দুদকের উপ-পরিচালক সৈয়দ তাহসিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার