Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

টাঙ্গাইলে ৪৬ কেজি গাঁজাসহ আটক ২

০১ জানুয়ারি, ২০২২ ৮:২০ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৪৬ কেজি গাঁজাসহ আটক ২
হাসান সিকদার, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সদরে ৪৬ কেজি গাঁজাসহ ২ জনকে আটক র‌্যাব। শনিবার দুপুরে রাবনা বাইপাস সিএনজি রিফুয়েলিং স্টেশন লিঃ এর সামনে থেকে তাদের আটক করা হয়।

এসময় ৬ লাখ ৪৪ হাজার টাকা মূল্যের ৪৬ কেজি গাঁজা, একটি ট্রাক, গাড়ির কাগজ পত্র, নগদ ৭ হাজার টাকা, ৫টি মোবাইল এবং ৯টি সিম কার্ডসহ তাদের হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন- বগুড়া জেলার আদম দিঘি উপজেলার ডোহারপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৪), একই গ্রামের মৃত আয়ুব আলী মন্ডলের ছেলে শাহীন মন্ডল (১৯)।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আসামীরা দীর্ঘ দিন ধরে ট্রাকে বহণ করে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিলো।

তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার