Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

নোয়াখালীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার

০২ জানুয়ারি, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
নোয়াখালীতে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সদর উপজেলার ১নং চরমটুয়া ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দাউদ (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে নির্যাতিতার দায়ের করা মামলার ৪নং এজাহারভুক্ত আসামী।

শুক্রবার রাতে নির্যাতিতা বাদী হয়ে সুধারাম থানায় ৪জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে দাউদকে গ্রেপ্তার করে, সে পশ্চিম মহতাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী ঢাকায় বাবুর্চির চাকরি করেন। ওই নারী গ্রামের বাড়িতে একা থাকেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে একই এলাকার মো. দাউদসহ তিনজন কৌশলে তাঁর বসতঘরে ঢুকে। পরে তারা সংঘবদ্ধ হয়ে পালাক্রমে ওই নারীকে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় তাদের মধ্যে অন্য একজন ঘরের দরজায় পাহারা দেন। পরে বিষয়টি প্রথমে স্থানীয় চর মটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন বাবুলকে জানান ওই নারী। তাঁর পরামর্শে পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ করে সে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, নারীর লিখিত অভিযোগ পাওয়ার পরই এজাহারভূক্ত আসামি দাউদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলার অপর তিন আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।নির্যাতনের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার দুপুরে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী দাউদকেও শনিবার দুপুরে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার