Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

নোয়াখালীর সেনবাগে ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার-৪

০২ জানুয়ারি, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ
নোয়াখালীর সেনবাগে ককটেল তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার-৪
নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি ককটেল, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার বিকেলে গ্রেপ্তারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২৯), মহুয়া গ্রামের জাফর আহমদের ছেলে রাকিবুল ইসলাম (২৫), একই গ্রামের মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ (৩৫) ও শহিদ উল্যাহ (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কাদরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সহিদ মিয়ার নতুন বাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ওয়ারেন্টভুক্ত আসামী শহিদ উল্যা ও তার তিন সহযোগিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি ককটেল ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে।তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার