Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

রংপুরে ফেন্সিডিল সরবরাহের মুল হোতা গ্রেপ্তার

০২ জানুয়ারি, ২০২২ ৬:৪৯ অপরাহ্ণ
রংপুরে ফেন্সিডিল সরবরাহের মুল হোতা গ্রেপ্তার
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

রংপুর অঞ্চলে ফেন্সিডিল সরবরাহের মুল হোতা বকুল আকন্দকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৩ সদস্যরা।

শনিবার রাতে তাকে রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিকেলে রংপুরের সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ রংপুর ক্যাম্পের সদস্যরা রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার একটি ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী একটি বাস তল্লাশী করে ১২৮ বোতল ফেন্সিডিলসহ বকুল আকন্দকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বগুড়ায় বলে জানান র‌্যাব।

বকুল র‌্যাবের কাছে স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছে।

শেয়ার