Top

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন মুমিনুল-লিটন

০৩ জানুয়ারি, ২০২২ ১১:০০ পূর্বাহ্ণ
সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরলেন মুমিনুল-লিটন

মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দুজন যেন হাত ধরাধরি করে এগোচ্ছিলেন, যেমনটি গতকাল (রোবাবর) ম্যাচের দ্বিতীয় দিনে করেছেন মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত। শান্ত-জয় দুজনেই থেমেছেন ব্যক্তিগত ফিফটির পর। আজ (সোমবার) সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক মুমিনুল হক। লিটনও ফিরেছেন শতকের আক্ষেপ নিয়ে।

আশা জাগিয়ে পারলেন না মুমিনুল। নিজের ১২তম টেস্ট সেঞ্চুরির খুব কাছে গিয়েও ফিরলেন ৮৮ রানে। ট্রেন্ট বোল্টের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হন তিনি। ফেরার আগে ২৪৪ বলের ইনিংসটি সাজান ১২টি চারের মারে। মুমিনুলের আউট হলে পঞ্চম উইকেটে ভাঙে ১৫৮ রানের পার্টনারশিপ। সাজঘরে ফেরার আগে অবশ্য দলকে লিড এনে দিয়েছেন অধিনায়ক।

এই প্রতিবেদন লেখার তৃতীয় দিনের তৃতীয় সেশনে বাংলাদেশ দলের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩৬৩ রান। এতে নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংসের ৩২৮ রান টপকে ৩৫ রানের লিড লাল-সবুজের প্রতিনিধিদের। সেই লিড আরো বাড়িয়ে নিতে সেঞ্চুরির পথে হাঁটা লিটন ৭৯ রানে ব্যাট করছেন। তার সঙ্গে আছেন নতুন ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বি।

শেয়ার