Top

২০২২ আইপিএলে খেলবে দশ দল

২৫ ডিসেম্বর, ২০২০ ৪:০২ অপরাহ্ণ
২০২২ আইপিএলে খেলবে দশ দল
স্পোর্টস ডেস্ক :

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাড়ছে দলের সংখ্যা। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বার্ষিক সাধারণ সভায় বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

গত কয়েকদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছিল আসন্ন আইপিএলে বাড়ছে দলের সংখ্যা। তাদের প্রতিবেদন অনুযায়ী আট থেকে বেড়ে নয় হতে পারে দলের সংখ্যা। শেষ পর্যন্ত আইপিএলের দলের সংখ্যা বেড়ে হচ্ছে দশ।

তবে সেটি সামনের বছরের আইপিএলে নয়। ২০২২ সালের আইপিএলে দল সংখ্যা আট থেকে বেড়ে দশ হবে বলে জানিয়েছে ভারত বোর্ড। বৃহস্পতিবার আহমেদাবাদে হয়েছে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেই সভায় আইপিএলে দলের সংখ্যা বাড়ার প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়।

এটি বাদেও আসন্ন আইপিএলের জন্য মেগা অকশন হবে কি না সেটি নিয়েও আলোচনা হয়। এজিএমে আসন্ন আইপিএলে মেগা অকশন না হয়ে সাধারণ অকশন হওয়ার কথা জানিয়েছে বিসিসিআই।

এদিকে করোনা ভাইরাসের কারণে এই বছরের আইপিএল সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হলেও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ভারতেই আয়োজন করা হবে আইপিএল। এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার