Top
সর্বশেষ
বিএসইসির সঙ্গে একত্রে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের এসইসি পুঁজিবাজারের অস্বাভাবিক পতন তদন্তে বিএসইসির কমিটি পুঁজিবাজারের স্বার্থে নীতি সহায়তা দেওয়ার আশ্বাস এনবিআরের ২৬ দিনে এসেছে ২৩ হাজার ৪০০ কোটি টাকার প্রবাসী আয় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেফতার জাতি গঠনে তৈরি হওয়া সুযোগ নষ্ট হলে বাংলাদেশ পিছিয়ে যাবে: প্রধান উপদেষ্টা গ্রেপ্তার ১০ সাবেক মন্ত্রীসহ ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত এশিয়ার দেশগুলোয় কমেছে চালের রফতানি মূল্য ইরানে হামলা চালায় ১৪০ ইসরায়েলি যুদ্ধবিমান

চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন শনাক্ত ৩৫

০৪ জানুয়ারি, ২০২২ ২:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, নতুন শনাক্ত ৩৫
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৫ জনের। শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ধীরে হলেও বাড়ছে করোনা শনাক্ত।

চট্টগ্রামে চার মাসের বেশি সময় শনাক্ত নিম্নমুখী থাকার পর শনাক্তের হার বাড়ছে। গত দুমাস ধরে শনাক্তের হার ১ শতাংশের নিচে থাকলেও গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। ওমিক্রন ভ্যারিয়েন্টে দ্রুতই বাড়বে সংক্রমণ এমনটায় মনে করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (৪ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। চট্টগ্রামের ১৩টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ১৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে ৩৩ জন নগরীর বাসিন্দা। দুজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৭১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৪ হাজার ৩৩৩ জন। বাকি ২৮ হাজার ৩৮৩ জন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরীর, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

শেয়ার