Top
সর্বশেষ

ইউপি নির্বাচনে চট্টগ্রামে সহিংসতায় নিহত ১, স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ

০৫ জানুয়ারি, ২০২২ ৩:১৭ অপরাহ্ণ
ইউপি নির্বাচনে চট্টগ্রামে সহিংসতায় নিহত ১, স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় এক যুবকের মৃত্যু হয়েছে। চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অংকুর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বর্তমান মেম্বার রঘুনাথ শিকদার ও অপর প্রার্থী নাজিম উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অংকুর নামের এক যুবক আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম শিকদার। তিনি বলেন, সকাল সাড়ে ১১টায় চাতরীর সিংহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে প্রায় কয়েক’শ গজ দূরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অংকুর দত্ত নামের এক যুবক আহত হয়। পরে তাকে উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জেলার বোয়ালখালীর করলডেঙ্গা ইউনিয়নের আসাদিয়া স্কুল কেন্দ্রে নির্বাচনী মাঠে পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমের আটটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। দায়িত্বপালনকালে বেসরকারি টেলিভিশনের দুজন সাংবাদিক আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ। তিনি পুলিশ বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় ২ জনকে আটক করে বিজিবি সদস্যরা। এছাড়া একই ইউনিয়নের দক্ষিণ করোলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় মহরম আলী নামে এক স্বতন্ত্র প্রার্থী গুলিবিদ্ধ হয়।

শেয়ার