Top

টিকা ছাড়া স্কুলে যাওয়া যাবে না: মন্ত্রিপরিষদ সচিব

০৬ জানুয়ারি, ২০২২ ২:২৯ অপরাহ্ণ
টিকা ছাড়া স্কুলে যাওয়া যাবে না: মন্ত্রিপরিষদ সচিব

করোনার টিকা না নিলে স্কুলে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

তিনি জানান, করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে টিকা সনদ ছাড়া হোটেল-রেস্টুরেন্টের মতো শপিংমলেও প্রবেশ করা যাবে না। একই সঙ্গে বাস, ট্রেন, প্লেন, লঞ্চেও চলাচল করা যাবে না। এই ঘোষণা দু-একদিনের মধ্যে আসবে বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, সব ধরনের অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া করোনা সংক্রমণ আরও বৃদ্ধি পেলে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।

শেয়ার