Top
সর্বশেষ

রাঙামাটিতে টেলি পরিসেবা ও ইন্টারনেটের সুবিধা বাড়ানো হবে

০৯ জানুয়ারি, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
রাঙামাটিতে টেলি পরিসেবা ও ইন্টারনেটের সুবিধা বাড়ানো হবে
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ভাইস- চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বলেন- রাঙামাটিসহ জেলার প্রত্যন্ত দুর্গম অঞ্চলগুলোতে টেলি যোযাযোগ সেবা এবং ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করা হবে।

রোববার (৯জানুয়ারী) সকালে জেলা প্রশাসনের আয়োজনে নিজস্ব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত রাঙামাটিতে টেলিযোগাযোগ সেবার মানের অভিজ্ঞতা অর্জন, বিটিসিএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদান বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান বলেন-বর্তমান সরকার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে। সরকারি সেবা এখন দুর্গম অঞ্চলগুলোতে পৌছে গেছে। এখন সেবার মান বৃদ্ধি করতে পারলে কাজের বহুগুণ গতি বেড়ে যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য মো. হারুনুর রশিদ, সিভিল সার্জন ডা.বিপাশ খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেন।

সভায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার মান বৃদ্ধি এবং রাঙামাটির প্রত্যন্ত দূর্গম এলাকায় নেটওয়ার্ক সুবিধা বাড়াতে বক্তারা তাদের অভিমত ব্যক্ত করেন। মতবিনিময় সভার শুরুতে টেলিযোগাযোগ সেবার মানের অভিজ্ঞতা অর্জন, বিটিসিএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা প্রদান বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

শেয়ার