Top
সর্বশেষ

আজ সালমান খানের জন্মদিন

২৭ ডিসেম্বর, ২০২০ ৯:৩৫ পূর্বাহ্ণ
আজ সালমান খানের জন্মদিন

বহু তরুণীর ঘুম হারাম করা পুরুষ। বলিউড সুপার স্টার সালমান খানের ৫৫তম জন্মদিন আজ। তিনি ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেছিলেন।
ক্যারিয়ারের শুরু থেকে ভারতীয় চলচিত্রে দাপুট দেখিয়ে আসছেন চিরকুমার এই অভিনেতা।

বলিউডের তিন খানের মধ্যে তিনি একজন। সবাই তাকে নানা নামে ডাকে এবং সে নানা নামে পরিচিতি। কখনো ভাইজান আবার কখনো সাল্লু কিংবা চিরসবুজ প্রেমিক।

‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মাধ্যমে ১৯৮৮ সালে বলিউডে অভিষেক হয় এই তারকার। এই ছবিতে তিনি একটি পার্শ্বচরিত্রে ছিলেন। ম্যায়নে প্যায়ার কিয়া সিনেমায় পূর্ণ নায়ক হয়ে পর্দায় আসেন চিরকুমার সালমান খান। রাতারাতি বনে যান তারকা।

চলচ্চিত্রের ক্যারিয়ারের মতো তাঁর প্রেমিকাদেরও রয়েছে দীর্ঘ লিস্ট। ক্যাটরিনা, ঐশ্বরিয়া, জ্যাকুলিনসহ হাল আমলের ইউলিয়া ভানতুরের সঙ্গে প্রেমের গুঞ্জনে ভেসেছেনে এই চিরকুমার।

সবকিছুর আড়ালে তিনি একজন ভালো মানুষ। হাত বাড়িয়ে দেন অসহায়দের মাঝে। মানবতার এক মূর্ত প্রতীক অভিনেতা সালমান খান।

শেয়ার