Top
সর্বশেষ

লকডাউন নিয়ে আমরা শঙ্কিত: এফবিসিসিআই সভাপতি

১২ জানুয়ারি, ২০২২ ১:৩৮ অপরাহ্ণ
লকডাউন নিয়ে আমরা শঙ্কিত: এফবিসিসিআই সভাপতি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেছেন, লকডাউন নিয়ে আমরা শঙ্কিত। পৃথিবীর কোনো দেশ লকডাউন দিয়ে সফল হয়নি। বাংলাদেশ সরকারও হয়তো লকডাউন দেবে না। লকডাউন কোনো সমাধান নয়। বরং করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গণসচেতনতা তৈরি করতে হবে।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এতে উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি জানান, করোনা মহামারিতে ১৩ থেকে ১৪ দিন গার্মেন্টস বন্ধ ছিল। এতে রপ্তানি আয় কমে যায়। ১০ শতাংশ শ্রমিক আর ফিরে আসেনি।

তিনি বলেন, আবার লকডাউনের মতো কিছু হয়, তাহলে অর্থনীতির ক্ষতি হবে। লকডাউন না দিয়ে গণসচেতনতা তৈরি করতে হবে। লকডাউন কোনো সমাধান নয়। যে দেশ যতবেশি লকডাউন দিয়েছে, সেই দেশের অর্থনীতি তত বেশি ক্ষতি হয়েছে। অনেক দেশে ১০ শতাংশও নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু ভালো ছিল।

শেয়ার