Top

মাগুরায় ৮ গ্রামবাসীর আবেদনে সাড়া দিয়ে ইউএনও’র খাল খনন

১৫ জানুয়ারি, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
মাগুরায় ৮ গ্রামবাসীর আবেদনে সাড়া দিয়ে ইউএনও’র খাল খনন
আরজু সিদ্দিকী, মাগুরা :

মাগুরা জেলার মহম্মদপুর ঘোঁপ বাওড়ে অনাকাঙ্খিত সময়ে আটকে থাকা বৃষ্টির পানি খাল খননের মাধ্যমে বের করে কৃষকদের চাষাবাদের সুযোগ করে দেওয়ায় মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন আটটি গ্রামের সাধারন কৃষকরা।

কিছুদিন পূর্বে বৃষ্টির আটকে থাকা পানি খালের মাধ্যমে নিস্কাশনের জন্য কৃষকদের আবেদনের প্রেক্ষিতে ঘোঁপ বাওড় পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসার, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং তখনই খুব দ্রুত সময়ের মধ্য সমস্যা নিরসনের আশ্বাস প্রদান করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল এবং তারই ফলসরুপ খাল খননের মধ্য দিয়ে ঘোঁপ বাওড়ের আটকে থাকা পানি নিস্কাশনের কাজ শুরু করা হয়।

গ্রামবাসীর দাবী পুরণ ও জমিতে ফসল ফলানোর উপযোগী করে দেয়ায় গ্রামবাসী খুব খুশি।

শেয়ার