Top
সর্বশেষ

ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা পেলেন যারা

২৭ ডিসেম্বর, ২০২০ ৬:৩২ অপরাহ্ণ
ফেনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা পেলেন যারা
ফেনী প্রতিনিধি :

ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ফেনী পৌরসভার মেয়র পদে মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার রোববার পৌরসভার ১৮টি ওয়ার্ডের প্রার্থীদের নামসহ আওয়ামী লীগের সমর্থন নিয়ে যারা নির্বাচন করবেন তাদের তালিকা দিয়েছেন। এই প্রার্থীরা দলের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।

আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী হলেন পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে আশরাফুল আলম গিটার, ২নং ওয়াডে লুৎফুর রহমান খোকন হাজারী, ৩নং ওয়াডের্ কোহিনুর আলম, ৪নং ওয়ার্ডে সাহাব উদ্দিন তসলিম (নতুন মুখ), ৫নং ওয়াডের্ জয়নাল আবেদীন লিটন, ৬নং ওয়াডের্ আবুল কালাম( নতুন মুখ), ৭নং ওয়াডের্ বাহার উদ্দিন বাহার, ৮নং ওয়ার্ডে মফিজ উল্লাহ, ৯নং ওয়াডে সাইফুল ইসলাম তানজিম( নতুন মুখ), ১০ নং ওয়াডের্ খালেদ খান( নতুন মুখ), ১১নং ওয়াডে গোলাম মেহেদি আলম চৌধুরী রুবেল, ১২নং ওয়াডে হারুনুর রশিদ মজুমদার, ১৩নং ওয়াডের্ নাসির উদ্দিন খান( নতুন মুখ), ১৪নং ওয়াডের্ নুরুল আলম দিদার( নতুন মুখ), ১৫নং ওয়াডের্ মাহবুবুল হক( নতুন মুখ), ১৬নং ওয়াডের্ আমির হোসেন বাহার, ১৭নং ওয়াডের্ মোঃ মানিক, ১৮নং ওয়াডে সাইফুর রহমান।

অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডের হাসিনা আক্তার নিঝুম (নতুন মুখ) ৪,৫,৬ নং ওয়াডের্ জেসমিন আক্তার, ৭,৮,৯ নং ওয়াডে সেলিনা চৌধুরী সেলি, ১০,১১,১২ নং ওয়ার্ডে ফেরদৌস আরা ঝর্ণা( নতুন মুখ), ১৩,১৪,১৫ নং ওয়ার্ডে মঞ্জু রানী দেবী, ও ১৬,১৭,১৮ নং ওয়ার্ডে ফেরদৌস আরা বেগম। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকার ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ড ও ৬ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থিতা চূড়াান্ত করেছে বলে মুঠোফোনে নিশ্চিত করেছেন

শেয়ার