Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর গ্রেফতার

২৩ জানুয়ারি, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর গ্রেফতার
ওবাইদুল ইসলাম, ঢাকা কলেজ প্রতিনিধি :

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামী মশিউর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত ৮ টার দিকে রাজধানীর সাইন্সল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মোহসীন উদ্দিন। তিনি বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে তিনটি মামলা আছে। নিউমার্কেট থানায় একটি, শাহবাগ থানায় একটি এবং ধানমন্ডি থানায় একটি। তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর মামলা এবং বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা আছে। তাকে রাত আটটার দিকে বিসিএসআইআর থেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল আমরা তাকে কোটে পাঠাবো। এরপর জিজ্ঞাসাবাদে যদি মনে হয় তাকে রিমান্ডে দেওয়া প্রয়োজন তাহলে রিমান্ডে দিবে।

অভিযুক্ত ছাত্রলীগের মশিউর রহমানের পিতার নাম মেসবাহ উদ্দিন। তিনি  গাজীপুর সদর উপজেলার কানাইয়া গ্রামের বাসিন্দা।

এনজে

শেয়ার