Top

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৭ জানুয়ারি, ২০২২ ৫:০১ অপরাহ্ণ
কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি, রাঙামাটি :

স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার জন্য রাঙামাটি জেলাকে রেড জোন ঘোষণা করায় জেলার কাপ্তাই উপজেলায় প্রশাসন করোনা প্রতিরোধ বিষয়ক সচেতনতা কর্মসূচি এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে। সোমবার (১৭জানুয়ারী) দিনব্যাপী কাপ্তাই উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখে।

অভিযানে ভোক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রি এবং ময়লা, আর্বজনা পরিবেশে পণ্য বিক্রির অভিযোগে উপজেলা সদরের ১জন দোকানদারকে ১টি মামলায় ৫০০ টাকা জরিমানা এবং সড়ক পরিবহন আইনে লাইসেন্স বিহীন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলের অপরাধে ৪ টি মোটরসাইকেল আরোহীকে ৪ টি মামলায় দুই হাজার ১০০ টাকাসহ মোট ৫ টি মামলায় ২হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি করোনা সংক্রমনরোধে প্রচার-প্রচারণা এবং মাস্ক বিতরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পচিালনা করেন- কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় পুলিশ এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার