Top

সিরাজগঞ্জে বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

২১ জানুয়ারি, ২০২২ ৭:১৭ অপরাহ্ণ
সিরাজগঞ্জে বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
এস.এম.মাসুদ রানা, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় করতোয়ার শাখা নদীর মুখ বন্ধ করে বালু ব্যবসা না করার দাবীতে শুক্রবার দুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

হাজী নূর ইসলামের সভাপতিত্বে ওই উপজেলার পুকুরপাড়-শান্তিপুর সড়কে এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, আমিরুল ইসলাম, আব্দুল লতিফ, কামাল হোসেন, মঈনুল হক, ইউসুফ আলী প্রমুখ।

বক্তারা বলেন, করতোয়া নদী খননের বালু একই এলাকার শ্রীফলতলা, ফরিদ পাঙ্গাসী, বাজিয়ার পাড়াসহ বিভিন্ন স্থানে বালু স্তুপ করে রেখে স্থানীয় বালু ব্যবসায়ীরা ট্রাক ও ট্রাকটারযোগ বালু সরবরাহ করছে। এতে সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে ও দেবে নষ্ট হয়ে গেছে।

সড়কের এমন ক্ষতি দেখার যেন কেউ নেই। বালু উত্তোলনে বেশ কিছু স্থানে জলাবদ্ধতা সৃষ্টির ফলে অনেক জমি অনাবাদি হয়ে গেছে। বালুর স্তুপ করে রাখায় প্রায় সাড়ে ৩’শ একর জমি অনাবাদী হওয়ার উপক্রম এবং স্থানীয় বহু কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এজন্য করতোয়ার শাখা নদীর মুখ বন্ধ করে বালু ব্যবসা না করার দাবীতে এ আন্দোলন শুরু করা হয়েছে।

অবিলম্বে এ দাবী পূরণ না করা হলে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে। এ মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বালু ব্যবসায়ী বলেন, ওই এলাকার কৃষকদের আপত্তির ফলে ইতিমধ্যেই বালু স্তুপ বন্ধ করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ নেতা মুস্তাক আহম্মেদ সাংবাদিকদের বলেন, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ওই নদীর মুখ বন্ধ করে বালু স্তুপ না করার নির্দেশ দিয়েছেন তিনি।

 

শেয়ার