Top

র‌্যাব মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: তথ্যমন্ত্রী

২২ জানুয়ারি, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
র‌্যাব মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: তথ্যমন্ত্রী
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে যারা দেশে বিদেশে ষড়যন্ত্র করছে, তারা র‌্যাবের ভূমিকা নিয়ে কথা বলছে। অথচ এই র‌্যাব বাংলাদেশে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের বরণ ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, র‌্যাবের কোনো সদস্য ভুল করলে তাদের বিচার হয়। র‌্যাবকে অব্যাহতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের অনেক দেশ সহায়তা দিয়েছে। ২০০৪ সালে বেগম খালেদা জিয়াই র‌্যাব প্রতিষ্ঠা করেন। তখন তো প্রসঙ্গ গুলো আসেনি। হঠাৎ এখন কেন আসছে! এটার পেছনে নিশ্চয়ই কিন্তু আছে।

তিনি বলেন, যারা আজ র‌্যাবের ভূমিকা নিয়ে কথা বলছে, তারা আসলে চায় এ দেশ সন্ত্রাস-জঙ্গিবাদের অভয়ারণ্য হোক এবং মাদক আরও ছড়িয়ে পড়ুক। অন্যথায় র‌্যাবের বিরুদ্ধে এভাবে তারা ঢালাওভাবে কথা বলতে পারেন না।

তিনি বলেন, যখন কোনো দেশ এগিয়ে যায় তখন আন্তর্জাতিক বিভিন্ন শক্তি সেই দেশের পা’টা টেনে ধরতে চায়। এর জন্য মানবাধিকারের বিষয়গুলো সামনে নিয়ে আসে। অথচ ওইসব দেশে মানবাধিকারের কোনো খবর নাই। যুক্তরাষ্ট্রে প্রতিবছর হাজার হাজার মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিখোঁজ হয়, গুলিতে মৃত্যুবরণ করে। সেগুলো নিয়ে মানবাধিকার সংগঠনগুলো কখনও বিবৃতি দেয় না।

তথ্যমন্ত্রী জানান, ক’দিন আগে জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস এক্সপার্ট যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, গুয়েন্তনামা-বে’তে যে বন্দি নির্যাতন হচ্ছে, যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে- সেই কারাগার বন্ধ করে দেওয়ার জন্য। এ বিষয়ে তো কোনো মানবাধিকার সংগঠন বিবৃতি দেয়নি।

নতুন আইনজীবীদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার দেশে আইনের শাসন এবং ন্যায় ও জ্ঞানভিত্তিক বহুমাত্রিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে। দেশে আইনের শাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আইন পেশায় সৎ থাকা গুরুত্বপূর্ণ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল এডহক কমিটির সদস্য মো. মুজিবুল হক, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন প্রমুখ।

শেয়ার