Top

মিরসরাই সীমান্তে বিদেশি মদ উদ্ধার

২৩ জানুয়ারি, ২০২২ ৫:২৩ অপরাহ্ণ
মিরসরাই সীমান্তে বিদেশি মদ উদ্ধার
কমল পাটোয়ারি, মিরসরাই (চট্রগ্রাম) :

মিরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর বিজিবি ক্যাম্প (ফেনী ব্যাটালিয়ন- ৪ বিজিবি) প্রায় এক লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার।

গত শনিবার (২২ জানুয়ারী) রাতে সীমান্ত পিলার- ২২০৩ এর ২/আর.বি গজ বাংলাদেশের অভ্যন্তরে আমতলী নামক স্থানে এসব মদ উদ্ধার করা হয়।উদ্ধার কৃত মালামাল গুলো হচ্ছে, ভারতীয় মেখ ডুয়েল মদ ৩৯ (বোতল), মাস্টার ব্লান্ডার ০১ (বোতল), কিং ফিচার ০২ ( কন্টিনার) সর্বমোট সিজার মুল্য প্রায় ১ লক্ষ টাকা।

অলিনগর ক্যাম্প নায়েক সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক নেতৃত্বে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ল্যান্স নায়ক ইমরুল হাসান মাধ্যমে বিজিবির সাতজন সদস্য উক্ত অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে অলিনগর সীমান্ত ফাঁড়ির ক্যাম্প নায়েক সুবেদার মোঃ আব্দুর রাজ্জাক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আসামিরা আমাদের অবস্থান জেনে পালিয়ে যায়। সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার