Top
সর্বশেষ
আজ থেকে সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু দিল্লিতে বিজেপি প্রার্থীর কাছে কেজরিওয়ালের হার ভারতের মিডিয়ায় প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব ছাত্রদের ওপর মোজাম্মেল বাহিনীর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফের মার্কিন বিমান বিধ্বস্ত, নিহত ১০ ইসরায়েলকে ৭.৪ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র তিন ইসরায়েলির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৮৩ ফিলিস্তিনি আজ গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ এবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহত ১৫

রংপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

২৩ জানুয়ারি, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
রংপুরে বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত
রংপুর প্রতিনিধি :

রংপুর কুড়িগ্রাম সড়কের নব্দিগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে অটোরিকশার তিন যাত্রী নিহত ও তিন জন গুরুতর আহত হয়েছে।

রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যা সোয় সাতটায় নগরীর নব্দিগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নগরীর মাহিগঞ্জ থানার ওসি মাহাফুজার রহমান জানান, কুড়িগ্রাম থেকে রংপুরগামী মানিক পরিবহনের বাসটি সন্ধ্যা সোয়া সাতটার দিকে নব্দিগঞ্জ এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার চালক অনিল চন্দ্র ও অপর এক যাত্রী নিহত হয়। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরো এক যাত্রী নিহত হয়। তবে পুলিশের এই কর্মকর্তা নিহত অপর দুই জনের নাম জানাতে পারে নাই।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শী কামাল হোনে জানান, বাসটি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুই জন নিহত ও তিন জান আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দূর্ঘটনার পর ওই সড়কে প্রায় ত্রিশ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।

শেয়ার