Top

দুর্গম অঞ্চলগুলোতে বিদ্যুতের আলোয় আলোকিত করছে সরকার: এমপি দীপংকর

২৪ জানুয়ারি, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
দুর্গম অঞ্চলগুলোতে বিদ্যুতের আলোয় আলোকিত করছে সরকার: এমপি দীপংকর
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি :

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন- দূর্গম এলাকাগুলোকে বিদ্যুতের আলোয় আলোকিত করতে কাজ করছে বর্তমান সরকার। যেখানে বিদ্যুৎ সরবরাহ পৌছানো যাবে না সেখানে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

সোমবার (২৪জানুয়ারী) সকালে রাঙামাটির দুর্গম বিলাইছড়ি উপজেলায় ৩৩/১১ কেভি বিদ্যুৎ সরবরাহ সাবষ্টেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন-বর্তমান সরকার প্রধানের আন্তরিকতায় তিন পার্বত্য জেলায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।

একইদিনে তিনি বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনের নতুন ভবনের উদ্বোধন করেন।

এসময় বিলাইছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ ইসরাত হোসেন পি এস সি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিরোত্তম তঞ্চঙ্গ্যা, বিদুৎ সরবরাহ প্রকল্পের প্রকৌশলী যতমানিক চাকমা, প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যাসহ বিলাইছড়ি উপজেলার পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার