Top
সর্বশেষ

আইসিসির দশকসেরা কোহলি, টেস্টের সেরা স্মিথ

২৮ ডিসেম্বর, ২০২০ ৪:১৮ অপরাহ্ণ
আইসিসির দশকসেরা কোহলি, টেস্টের সেরা স্মিথ
স্পোর্টস ডেস্ক :

তিন সংস্করণের দশক সেরা একাদশ আগের দিন জানিয়ে দিয়েছিল আইসিসি। এবার সব সংস্করণ মিলিয়ে দশক সেরার পুরুষ ক্রিকেটারের নামও ঘোষণা করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আইসিসির দশকসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের তারকা ব্যাটসম্যান কোহলি। ব্যাপারটি সোমবার নিশ্চিত করে আইসিসি।

অন্যদিকে টেস্টের দশকসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ। দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন রশিদ খান। ইংল্যান্ডের ইয়ান বেলকে আম্পায়ার আউট ঘোষণা করলেও, তাকে ক্রিজে ডেকে নেওয়ায় ‘আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড’ পেয়েছেন ধোনি। এদিকে মহিলাদের বিভাগে একাই সব পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার এলিসি পেরি। দশকের সেরা মহিলা ক্রিকেটার, দশকের সেরা একদিনের ক্রিকেটার এবং দশকের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন তিনি।

২০১০-২০২০ এই দশকে সেরা নৈপুণ্য দিয়ে এসব অর্জন পাচ্ছেন এই ক্রিকেটাররা।

এই দশকে সব সংস্করণে অবিশ্বাস্য ধারাবাহিক ছিলেন কোহলি। গড়েছেন একের পর এক রেকর্ড। এই দশ বছরে ৮৬ টেস্ট খেলে ৫৩.৬২ গড়ে ৭ হাজার ২৪০ রান করেন কোহলি। তার ব্যাট থেকে এসেছে ২৭ সেঞ্চুরি।

দশ বছরে ২০৮ ওয়ানডেতে কোহলি ৬১.৮৩ গড়ে করেন ১০ হাজার ৩৮৮ রান। শতরানের ইনিংস খেলেন ৩৯ বার। ৮০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৫০.৩২ গড়ে ২ হাজার ৭৬৮ রান এসেছে তার ব্যাটে। ফিফটির বেশি রান করেছেন ২৪ ইনিংসে।

গত ১০ বছরে টেস্টের রাজা ছিল স্মিথ। এই ডানহাতি এক বছর নিষিদ্ধ থাকার পরও নিজের রেকর্ড নিয়ে গেছেন চূড়ায়। ৬৯ টেস্ট খেলে ৬৫.৭৯ গড়ে ৭ হাজার ৪০ রান এসেছে তার ব্যাটে। করেছেন ২৬ সেঞ্চুরি।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার