Top
সর্বশেষ

নতুন দুটি সেবা চালু করল মিডল্যান্ড ব্যাংক

২০ জুন, ২০২০ ৬:৫২ অপরাহ্ণ
নতুন দুটি সেবা চালু করল মিডল্যান্ড ব্যাংক

সপ্তম বছর পূর্ণ করল মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি)। এ উপলক্ষে দুটি নতুন সেবা পণ্য এনেছে দেশের চতুর্থ প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি।

শনিবার (২০ জুন) ব্যাংকের প্রধান কর্যালয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পণ্য দুটি চালু করা হয়। এগুলো হলো এমডিবি ই-সেভার এবং এমডিবি অফশোর ব্যাংকিং।

ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ই-কেওয়াইসি নীতিমালার আওতায় গ্রাহকের জন্য এমডিবি ই-সেভার নামে একটি নতুন পণ্যটি চালু করা হয়েছে এবং বিদেশি মুদ্রায় অ্যাকাউন্ট খুলতে চান এমন গ্রাহক ও বৈদেশিক বাণিজ্য সম্পাদনকারী গ্রাহকদের জন্য একটি নতুন ব্যবসা, এমডিবি অফশোর ব্যাংকিং চালু হয়েছে। এ ছাড়া ব্যাংকের ইসলামী ব্যাংকিং সেবা মিডল্যান্ড ব্যাংক সালামের আওতায় এমডিবি সালাম ই-সেভার পণ্যটিও চালু করা হয় |

এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকা ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান বলেন, প্রযুক্তি নির্ভর ব্যাংকিং কার্যক্রম বাস্তবায়নে এমডিবি সর্বদা অগ্রণী ছিল। এমডিবি ই-সেভার ও এমডিবি সালাম ই-সেভার অ্যাকাউন্ট ব্যাংকের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম নতুন সংযোজনগুলোর মধ্যে একটি। এটি একটি কাগজবিহীন সঞ্চয়ী অ্যাকাউন্ট, যা গ্রাহকরা ব্যাংকের যেকোনোও শাখা, উপ-শাখা এবং এজেন্ট ব্যাংকিং কেন্দ্র থেকে খুলতে পারবে। গ্রাহকরা শুধু তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) ব্যবহার করে আঙুলের ছাপ অথবা ফটো যাচাই করে অ্যাকাউন্টটি খুলতে পারবে। এমডিবি ই-সেভার অ্যাকাউন্টধারীরা বিইএফটিএন, এনপিএসবি, আরটিজিএস, বিকাশের মাধ্যমে অনলাইন তহবিলের স্থানান্তর, মোবাইল ফোনে যেকোনো লেনদেনের এসএমএস সতর্কতা, ফ্রি মাসিক ই-স্টেটমেন্ট মতো সমস্ত ঝামেলা মুক্ত ডিজিটাল সেবা পাবেন।

তিনি আরও জানান, অনাবাসী গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনীয়তা পূরণের লক্ষ্যে মিডল্যান্ড ব্যাংক তার গুলশান ও আগ্রাবাদ শাখায় অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, বিশ্বব্যাপী ব্যাংকগুলোর আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবসা পরিচালনার জন্য ওবিইউ একটি অনন্য সমাধান হিসেবে কাজ করে, যার মাধ্যমে গ্রাহকদের জন্য আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক মূল্যের সুযোগ গ্রহণ করার সুবিধা সৃষ্টি হয়। এমডিবি অফশোর ব্যাংকিংয়ের সুবিধা গ্রহণ করতে পারবে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড), রফতানি অঞ্চল (ইজেড) এবং হাইটেক পার্কে স্থাপিত শতভাগ বিদেশি মালিকানাধীন, যৌথ উদ্যোগ এবং স্থানীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান।

শেয়ার