Top
সর্বশেষ

রাশিয়া আক্রমণ করলেও সেনা মোতায়েন করবে না ন্যাটো

৩০ জানুয়ারি, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
রাশিয়া আক্রমণ করলেও সেনা মোতায়েন করবে না ন্যাটো

রাশিয়া আক্রমণ চালালেও ন্যাটোর সদস্য না হওয়ায় ইউক্রেনে কমব্যাট সৈন্য মোতায়েনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে পশ্চিমা এই সামরিক জোট। ইউক্রেন সংকট ঘিরে ইউরোপে সৃষ্ট উত্তেজনার পরিপ্রেক্ষিতে রোববার ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ এই মন্তব্য করেছেন।

রাশিয়া হামলা চালালে ন্যাটোর সৈন্যদের ইউক্রেনে মোতায়েন করা হবে কি-না, বিবিসি টেলিভিশনের এমন এক প্রশ্নের জবাবে স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনে আমাদের ন্যাটোর কমব্যাট সৈন্য মোতায়েনের কোনও পরিকল্পনা নেই… আমরা সহায়তা প্রদানের দিকে মনোনিবেশ করছি।’

তিনি বলেন, ‘ন্যাটোর সদস্য হওয়া এবং ইউক্রেনের শক্তিশালী ও অত্যন্ত মূল্যবান অংশীদার হওয়ার মধ্যে পার্থক্য আছে। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।’

ইউক্রেন ঘিরে তৈরি হওয়া ক্রমবর্ধমান উত্তেজনার ব্যাপারে ‌‘ভারসাম্যপূর্ণ পদ্ধতি’ অবলম্বনে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন ন্যাটোর এই মহাসচিব। স্টলটেনবার্গ বলেছেন, ‘ইউক্রেনে কমব্যাট সৈন্য মোতায়েনের পরিকল্পনা নেই।’

তিনি বলেন, ‘চলমান পরিস্থিতি প্রকৃত বিপদ তৈরি করেছে এবং সংশ্লিষ্ট সব দেশের উচিত রাজনৈতিক সমাধানের জন্য কাজ করা।’

গত কয়েক সপ্তাহের তীব্র উত্তেজনার মাঝে ইউক্রেনের সীমান্তজুড়ে এক লাখের বেশি সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের যোগদান ঠেকাতে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে বলে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের কয়েকটি দেশ আশঙ্কা প্রকাশ করেছে।

যদিও মস্কো বলছে, সাবেক সোভিয়েতভুক্ত দেশটিতে আক্রমণের কোনও পরিকল্পনা নেই। পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ উপেক্ষার অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত মাসে পশ্চিমাদের কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে রাশিয়া। এসব দাবির মধ্যে আছে…

• ন্যাটোতে রাশিয়ার যোগদান বাতিল

• পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক কার্যক্রমের অবসান

• পোল্যান্ডসহ বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া থেকে ন্যাটো জোটের সৈন্য প্রত্যাহার

• রাশিয়ার সঙ্গে সীমান্ত রয়েছে, এমন সব দেশে ন্যাটোর ক্ষেপণাস্ত্র মোতায়েন নয়

শেয়ার