Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ইভিএমে ভোট যেখানে দেন না কেন, পড়বে গিয়ে নৌকাতেই: ফখরুল

২৯ ডিসেম্বর, ২০২০ ২:৪৭ অপরাহ্ণ
ইভিএমে ভোট যেখানে দেন না কেন, পড়বে গিয়ে নৌকাতেই: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখনো ইভিএম কী জিনিস তা ভালো করে চেনেন না। অথচ তাদের বাধ্য করা হচ্ছে ইভিএমে ভোট দিতে। ইভিএমে ভোট যেখানেই দেন না কেন, পড়বে গিয়ে নৌকাতেই। সেভাবেই প্রোগ্রাম সেট করা থাকে। আসলে নির্বাচন কমিশনে যারা আছে তারা সবাই চোর।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলীয় প্রতীককে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা জাতিকে দু’ভাগে বিভক্ত করেছে। এটা আওয়ামী লীগ সরকারের অপকৌশল। যাতে স্থানীয় সরকার নির্বাচনেও তাদের দখলদারিত্ব বজায় থাকে এবং তারা সেটাই করছে। দেশের জনগণ এই নির্বাচন ব্যবস্থাকে পছন্দ করে না।

সোমবার অনুষ্ঠিত প্রথম দফা পৌরসভা নির্বাচনের ব্যাপারে মির্জা ফখরুল বলেন, বরাবরের মতো এবারো নির্বাচন কমিশন পৌর নির্বাচন নিয়ে মিথ্যাচার করেছে। এসব কোনো নির্বাচন নয়, সব সাজানো নাটক। সরকারের পরিকল্পনা মাফিক তারা কাজ করছে।

তিনি বলেন, এ বছরটা আমাদের জন্য শুধু নয়, পৃথিবীর মানুষের জন্য খুব খারাপ বছর। দুর্নীতি, ধর্ষণ ও জনগণের অধিকার হননও এই বছর বেশি হয়েছে। সরকার নির্বাচনে জিতে ক্ষমতায় নেই। আমলাতন্ত্র আর পুলিশকে ব্যবহার করে জনগণের ওপর জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে। জুলুম নির্যাতন থেকে রক্ষা পেতে জনগণকে ঐকবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার