Top
সর্বশেষ

ফরিদপুরে আদালতের কাঠগড়ায় আসামির মৃত্যু

০১ ফেব্রুয়ারি, ২০২২ ৫:৩৪ অপরাহ্ণ
ফরিদপুরে আদালতের কাঠগড়ায় আসামির মৃত্যু
ইয়াকুব আলী তুহিন, ফরিদপুর :

ফরিদপুরে আদালতের কাঠগড়ায় অসুস্থ হয়ে মারা গেছে এক আসামি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে এ ঘটনা ঘটে। ওই সময় বিচার কাজ পরিচালনা করছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফরিদউদ্দিন।

মৃত আসামি মো. শাহজাহান মুন্সী (৭০) তিনি চরভদ্রাসন সদর ইউনিয়নের মৌলভীচর গ্রামের বাসিন্দা মৃত মজিদ মৃধার ছেলে।

একই এলাকার বাসিন্দা মো. দুলাল মিয়া বাদী হয়ে গত ২০২১ সালের ৪ অক্টোবর চরভদ্রাসন থানায় শাহজাহান মৃধাসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সমন পেয়ে গতকাল আদালতে হাজিরা দেন শাহজাহান মৃধাসহ চার আসামি। আসামিরা আদালতে জামিনের আবেদন জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার প্রত্যক্ষদর্শী এক আইনজীবী বলেন, জামিন শুনানির এক পর্যয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা শাহজাহান মৃধা অসুস্থ হয়ে পড়ে যান। পরে আদালতের নির্দেশে তাঁকে আদালত কক্ষের বাইরে নিয়ে আসা হয়। ওই সময় তার মাথা ও চোখে পানির ছিটা দেওয়া হয়। পরে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গনেশ কুমার আগারওয়ালা বলেন, জেনারেল হাসপাতালে আনার আগেই মারা গেছেন শাহজাহান মৃধা। ধারনা করছি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী শাহ মো. আবু জাফর বলেন, জমি বিক্রি করার টাকা নিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়নি মর্মে অভিযোগ করে শাহজাহান মৃধাসহ চারজনকে আসামি করে প্রতারণার অভিযোগ এ মামলাটি দায়ের করেন দুলাল মিয়া। ওই মামলায় আদালত থেকে সমন যাওয়ার পর আদালতে হাজির হয়ে শাহজাহান মৃধাসহ ওই চার আসামি জামিনের আবেদন জানান। কাঠগড়ায় শাহজান মিয়া অসুস্থ হওয়ার পর আদালত সকল আসামির জামিন মঞ্জুর করেন।

 

শেয়ার