Top
সর্বশেষ

তালা বদ্ধ ঘরে হাত-পা বাধা লাশ উদ্ধারের ঘটনায় আসামি গ্রেপ্তার

০৩ ফেব্রুয়ারি, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
তালা বদ্ধ ঘরে হাত-পা বাধা লাশ উদ্ধারের ঘটনায় আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর তালা বদ্ধ ঘরে নারীর হাত-পা বাধা মুক্তা হত্যা মামলার প্রধান আসামি সোহাগকে রাজধানীর পল্লবী থেকে গ্রেপ্তার করেছে সিআইডি।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারস মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান।

সিআইডির একটি চৌকস টিম গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে গার্মেন্টস কর্মী মুক্তা হত্যা মামলার আসামি সোহাগকে গ্রেপ্তার করে।

নিহত মুক্তা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন খড়মপুর গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে মো. শহিদুল্লাহ মালিকানাধীন হক ভিলার নিচ তলায় ভাড়া থাকত। নিহত মুক্তা আদমজী ইপিজেড এলাকায় অনন্ত গার্মেন্টেস এবং স্বামী সোহাগ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় মজিব ফ্যাশনে চাকরি করত।

পারিবারিক কলহের জেরে হত্যার পর ঘর তালাবদ্ধ করে, স্বামী সোহাগ পালিয়ে গেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সোহাক মুক্তা হত্যার কথা স্বীকার করে। সোহাগ মুক্তাকে ওড়রা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনা ভিন্নঘাতে প্রববাহিত করতে লাশটি ঘরের মেঝেতে রেখে হাত-পা ও মুখ বেঁধে ঘর তালাবদ্ধ করে দ্রুত পালিয়ে যায় সোহাগ।

 

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার