Top
সর্বশেষ

তেঁতুলিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্থবির জনজীবন

০৪ ফেব্রুয়ারি, ২০২২ ২:০৪ অপরাহ্ণ
তেঁতুলিয়ায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্থবির জনজীবন
পঞ্চগড় প্রতিনিধি :

গত কয়েকদিন শীত যেন পালিয়ে গিয়েছিল। রোদ্রের কারণে তেঁতুলিয়াবাসী ধরেই নিয়েছিল শীত মনে হয় চলেই গেল। তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জনজীবনে স্বস্তি ফিরিয়ে এসেছিলো। তবে হঠাৎ করেই শুক্রবার (৪ ফেব্রুয়ারী) রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে উত্তরের হিমেল হাওয়া বইছে।
স্থানীয়রা জানান, রাত থেকে বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে উত্তরের শীতল হিমেল হাওয়ায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। অধিকাংশ খেটে খাওয়া মানুষগুলো কাজে যেতে পারেনি। প্রয়োজন ছাড়া রাস্তা-ঘাটে বের হতে দেখা যায়নি কাউকে। এমনকি দোকান পাট খোলা দেখা যাচ্ছে না।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাসেল শাহ্ বলেন, আজ সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও ৩ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শেয়ার