Top
সর্বশেষ

রণবীর কাপুরের ১০ প্রেমিকা

২৯ ডিসেম্বর, ২০২০ ১০:৪৫ অপরাহ্ণ
রণবীর কাপুরের ১০ প্রেমিকা

বি-টাউনের সুর্দশন নায়কদের মধ্যে অন্যতম রণবীর কাপুর। ঋষি কাপুর-নীতু কাপুর দম্পতির সন্তান তিনি। ২০০৭ সালে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রণবীর। প্রথম সিনেমায় অভিনয় করেই ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নবাগত পুরস্কার ঘরে তুলেছিলেন রণবীর। চলতি বছর বলিউডের সেরা দশ অভিনেতার তালিকাও নাম এসেছে তার।

এ অভিনেতার ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, বহু নারীর প্রেমে হাবুডুবু খেয়েছেন রণবীর। ফিল্মি বাইট নামে একটি ইউটিউবে চ্যানেলে প্রকাশ করা হয়েছে রণবীরের দশ প্রেমিকার নাম।

নতুন দেখে নেওয়া যাক, রণবীরের দশ প্রেমিকার তালিকা কারা আছেন-

আমিশা প্যাটেল: বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ক্যারিয়ার শুরু করেন ২০০০ সালে। হিন্দি ভাষার পাশাপাশি তামিল ও তেলুগু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। রণবীর কাপুরের প্রথম প্রেমিকা ছিলেন তিনি। যদিও বয়সে বড় এ নায়িকার সঙ্গে প্রেম নিয়ে মুখ খোলেননি রণবীর।

নন্দিতা মেহতানি: মুম্বাইয়ের একজন নামী ফ্যাশন ডিজাইনার হিসেবে পরিচিত নন্দিতা মেহতানি। রণবীর কাপুরের সঙ্গে নাকি তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। বহুবার তাদের ডেট করতে দেখেছে পাপারাতজ্জিরা। এছাড়া মডেল ও অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল নন্দিতার।

শ্রুতি হাসান: শ্রুতি হাসানের সঙ্গে গোপনে ডেট করেছেন রণবীর কাপুর। শোনা গিয়েছিল, শ্রুতির কারণেই নাকি রণবীর-ক্যাটরিনার সর্ম্পকে ভাটা পড়েছিল। একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রণবীর কাপুর ও শ্রুতির। যদিও এ সম্পর্ক স্বীকার করেননি শ্রুতি। বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

মাহিরা খান: পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের সঙ্গে প্রেম ছিল রণবীরের। তাদের সম্পর্ক নিয়ে একসময় ব্যাপক তোলপাড় হয়েছিল বি-টাউনে। একসঙ্গে হ্যাং আউটের ছবিও ভাইরাল হয়েছিল তাদের। তবে সব বিতর্ককে কৌশলে এড়িয়ে যান মাহিরা। স্বীকার করেননি তাদের সর্ম্পকের কথা। অবন্তিকা মালিক: রণবীরের কিশোর বয়সের প্রেমিকা ছিলেন অবন্তিকা মালিক। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমনটাই জানা গেছে। অবন্তিকার শুটিং সেটে বারবার চলে যেতেন রণবীর। কিশোর বয়সের সে প্রেম বেশিদিন স্থায়ী হয়নি। রণবীরকে ছেড়ে অভিনেতা ইমরান খানকে বিয়ে করেন অবন্তিকা মালিক।

সোনাম কাপুর: সঞ্জয় লীলা ভানসালির ‘সাওয়ারিয়া’ সিনেমায় অভিনয় করে একসঙ্গে অভিষেক ঘটে রণবীর এবং সোনম কাপুরের। তার আগে সঞ্জয়ের ‘ব্ল্যাক’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন দুজনেই। ওই সিনেমার সেট থেকেই তাদের সখ্যতা শুরু হয়। যেটি ডেটিং পর্যন্ত চলে যায় সহজেই। কিন্তু এই বিষয়ে কোনও দিনই মুখ খোলেননি রণবীর বা সোনম।

দীপিকা পাড়ুকোন: দীপিকার সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন রণবীর। এ সর্ম্পকের কথা একাধিকবার স্বীকার করেছেন তারা। তাদের এ সম্পর্ক নিয়ে গুঞ্জনও রয়েছে বি-টাউনে। শোনা যায়, রণবীরের মায়ের কারণেই নাকি এক হয়নি তাদের চার হাত। দীপিকাকে ভালো চোখে দেখতেন না রণবীরের মা নীতু কাপুর।

ক্যাটরিনা কাইফ: ‘আজব প্রেম কি গজব কাহিনি’ সিনেমার শুটিং করতে গিয়েই ক্যাটরিনা প্রেমে পড়েন রণবীর। অভিনেত্রীর প্রতি নাকি বেশ দুর্বল ছিলেন রণবীর। তাদের প্রেমের সম্পর্কের বয়স হয়েছিল ছয় বছর। একসঙ্গে একাধিকবার বিদেশে ভ্রমণেরও গিয়েছিল তারা। প্রেম ভেঙে যাওয়ার পরও একসঙ্গে অভিনয় করেছিলেন ক্যাট-রণ।

নারগিস ফাখরি: দীপিকার সঙ্গে বিচ্ছেদের পর নারগিস ফাখরির সঙ্গে ডেট করেছিলেন রণবীর। একসঙ্গে অভিনয় করতে গিয়েই সম্পর্ক হয়েছিল তাদের। যদিও এক নিয়ে প্রকাশ্য কিছুই বলেননি তারা।

আলিয়া ভাট: আলিয়ার সঙ্গে লুকিয়ে প্রেম করেছেন রণবীর। এতদিন বিষয়টি স্বীকার না করলেও এখন তা ওপেন সিক্রেট। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেট থেকে তাদের প্রেম শুরু। ছেলে বউ হিসেবে আলিয়াকে বেশ পছন্দ করেছেন নীতু কাপুর। শিগগিরই আলিয়া ঘরে তুলবেন রণবীর। এমনটাই শোনা যাচ্ছে বলিপাড়ায়।

শেয়ার