Top

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত আহত ৪

৩০ ডিসেম্বর, ২০২০ ১১:৫৯ পূর্বাহ্ণ
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত আহত ৪
কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা নগরীতে ডাক্তার দেখাতে এসে কনটেইনার ট্রেনের ধাক্কায় এক সিএনজিযাত্রী নিহত ও তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও আহতরা জানান, বুধবার সকাল পৌনে ৭টায় শহরে প্রবেশের পথে একটি সিএনজি শাসনগাছা রেলওয়ে ক্রসিং অতিক্রমকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনার (মালবাহী) ট্রেনের মুখে পড়লে তা প্রায় ১০০ মিটার দূরে নিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় সিএনজিচালক ও তিন যাত্রীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সিএনজিযাত্রী ফরিদ মুন্সিকে (৭০) মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা হলেন- তার স্ত্রী পেয়ারা বেগম (৫৫) ও মেয়ে আঁখি আক্তার (১৬) ও নিহতের ভাগিনা সিএনজিচালক রাকিবুল (৩০)।

আহতরা জানান, নিহত ফরিদ মুন্সি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ও ডাক্তার দেখানোর জন্য কুমিল্লায় আসছিলেন। তার বাড়ি জেলার দেবিদ্বার উপজেলার গজারিয়া গ্রামে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন সিরাজী বলেন, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলওয়ে লেভেল ক্রসিং অতিক্রমের সময় একটি সিএনজি রাস্তা পাড়াপাড় করতে গেলে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা আহত চারজনকে কুমেক হাসপাতালে পাঠাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি সরিয়ে নেয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার