Top
সর্বশেষ

যশোরে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মা-ছেলের মৃত্যু

০৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:২২ অপরাহ্ণ
যশোরে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মা-ছেলের মৃত্যু

যশোরে দেবরের অপবাদ সইতে না পেরে সালেহা বেগম (৩২) নামে এক গৃহবধূ তার পাঁচ বছরের শিশুপুত্র হাসানুর রহমান বান্নার মুখে বিষ ঢেলে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা ছেলের মৃত্যু হয়েছে। মহিলা ওয়ার্ডের দায়িত্বরত চিকিৎসক ফারহানা ইয়াসমিন মাকে এবং শিশু ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক মাসুম বিল্লাহ ছেলেটিকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার বিষপানের পর মা-ছেলেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এরপর সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। পরিবারের আর্থিক সামর্থ না থাকায় ফের গতকাল শুক্রবার সকালে তাদেরকে পুনরায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহত সালেহা বেগম সদর উপজেলার সাতমাইল তীরেরহাট গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী।

জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হাফিজুর রহমানের ছেলে রনি ওই গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূর চেঁচামেচি করলে রনি ঘর থেকে পালিয়ে যায়। পরদিন বিষয়টি নিয়ে সালিশ হয়। সেখানে রনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে শাস্তিস্বরূপ জরিমানা করা হয়। পরে দেবর মনিরুজ্জামান মনি তার ভাবি সম্পর্কে খারাপ কথা বলেন। এতে অভিমানে তিনি বৃহস্পতিবার দুপুরের দিকে পাঁচ বছরের শিশুপুত্র হাসানুর রহমান বান্নাকে ঘাস মারার বিষ খাইয়ে নিজেও বিষপান করেন।

বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পারলে দ্রুত মা ও ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. ওবাইদুল কাদির উজ্জ্বল শিশু ও গৃহবধূর শারীরিক অবস্থা খারাপ দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার ওসি( তদন্ত) শেখ তাসনীম আলম বলেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার