Top
সর্বশেষ

কেশবপুরে করোনার টিকাদানের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মতবিনিময়

০৫ ফেব্রুয়ারি, ২০২২ ৯:৪৫ অপরাহ্ণ
কেশবপুরে করোনার টিকাদানের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মতবিনিময়
যশোর প্রতিনিধি :

কেশবপুরে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি সচিবসহ গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীর, ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন দফাদার, ইউপি সচিব হুমায়ূন কবীর প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, কেশবপুর উপজেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭০ শতাংশ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষে এ মতবিনিময় করা হয়েছে। এ উপজেলার প্রায় ৩ লাখ জনসংখ্যার মধ্যে করোনার প্রথম ডোজ ৬৪ শতাংশ ও দ্বিতীয় ডোজ ৪৩ শতাংশ দেওয়া হয়েছে।

শেয়ার