Top
সর্বশেষ

জয়পুরহাটে প্রস্তুতি সম্পন্ন করেও হলো না নির্বাচন

০৭ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ
জয়পুরহাটে প্রস্তুতি সম্পন্ন করেও হলো না নির্বাচন
জয়পুরহাট প্রতিনিধি :

সব প্রস্তুতি সম্পন্ন শেষ করেও হলো না জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউপি’র নির্বাচন।
উচ্চ আদালতের আদেশের প্রেক্ষিতে গতকাল রবিবার নির্বাচন কমিশন নিবাচন স্থগিতের আদেশ দেন।
সপ্তম ধাপে পাঁচবিবির আওলাই এবং কুসুম্বা ইউনিয়নে আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিলো।
কিন্তু আওলায় ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোটে মামলা করেন বিদ্রোহী প্রার্থী একরামুল হক চৌধুরী বিরুদ্ধে।
আদালত ওই মামলায় ১ ফেব্রুয়ারি ইব্রাহিম হোসাইনের প্রার্থীতা বাতিল করেন। পরে আপিলের প্রেক্ষিতে ৩ ফেব্রুয়ারি চেম্বার জজ আদালতও ইব্রাহিম হোসাইনের বিরুদ্ধে ‘নো অর্ডার’ আদেশ দেন।
পরবর্তীতে ইব্রাহিম হোসাইন আপিলের জন্য রিট করলে ৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের পূর্বের সকল আদেশ স্থগিত করে ১৩ ফেব্রুয়ারি শুনানীর আদেশ দেন।
আপিল বিভাগের আদেশ প্রতিপালনার্থে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করার জন্য সিদ্ধান্ত প্রদান করে পাঁচবিবি উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার শহিদুল ইসলাম সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন স্থগিত সংক্রান্ত নির্বাচন কমিশনের চিঠির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আওলাই ইউনিয়নের নির্বাচন স্থগিত হলেও কুসুম্বা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার