Top
সর্বশেষ

৪০০ মিলিয়ন ক্লাবে রোনালদো

০৮ ফেব্রুয়ারি, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
৪০০ মিলিয়ন ক্লাবে রোনালদো

ফুটবল মাঠে ভাঙেন একের পর রেকর্ড। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের কীর্তিটাও ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগিজ যুবরাজ এবার রেকর্ড গড়লেন মাঠের বাইরে। ইনস্টাগ্রামে তার অনুসারী এখন ৪০০ মিলিয়ন। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা এই ফুটবলার বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ইনস্টাগ্রামে ৪০০ মিলিয়ন ফলোয়ার পেয়েছেন।

এর আগে ২০২০ সালের জানুয়ারিতে ইনস্টাগ্রামে প্রথম ব্যক্তি হিসেবে ২০০ মিলিয়ন অনুসরণকারী পেয়েছিলেন। দুবছরের মাথায় তার ফলোয়ার সংখ্যা দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে।

ইনস্টাগ্রামে দ্বিতীয় সর্বোচ্চ ৩০৮ মিলিয়ন অনুসারী যুক্তরাষ্ট্রের সেলিব্রেটি কাইলি জেনারের। তিন নম্বরে রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির ইনস্টাগ্রামে অনুসারী ৩০৬ মিলিয়ন।

শেয়ার