Top
সর্বশেষ

সাভারে ৭ ইটভাটা বন্ধ জরিমাানা ৫ লাখ টাকা

০৯ ফেব্রুয়ারি, ২০২২ ১১:২২ পূর্বাহ্ণ
সাভারে ৭ ইটভাটা বন্ধ জরিমাানা ৫ লাখ টাকা
সাভার প্রতিনিধি :

পরিবেশ অধিদপ্তরের ছাড় পত্র না নিয়ে অবৈধ ভাবে ইট পোড়ানোর অভিযোগে সাভার ও আশুলিয়ায় সাতটি ইট ভাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এর মধ্যে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল মঙ্গলবার সাভারের আমিন বাজার ও আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এসব অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ করে দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে সাভারের আমিন বাজারের সালেহপুর এলাকায় সোনার বাংলা ব্রিকস, একে বি ব্রিকস, আনান ব্রিকস, এ এস বি এন্ড কোং ব্রিকস ইট তৈরি করে বাজারজাত করে আসছিলো। পরে মঙ্গলবার ওই সব ইট ভাটায় অভিযান পরিচালনা করে চারটি ইট ভাটার সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয় ও সোনার বাংলা ব্রিকসকে নগদ এক লক্ষ টাকাও জরিমানা করা হয়। অপরদিকে একই অভিযোগে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা এলাকায় পল্লি ব্রিকস, এবিসি ব্রিকস ও মোল্লা ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই অভিযোগে ঢাকার ধামরাইয়ের ডেমরান এলাকায় মোল্ল্যা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন সেই সাথে এই দুইটি ইট ভাটাকে নগদ চার লক্ষ টাকাও জরিমানা করা হয়।

শেয়ার