Top
সর্বশেষ

শরণার্থী শিবিরে করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

০৯ ফেব্রুয়ারি, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ
শরণার্থী শিবিরে করোনা টিকা কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি
কনক বড়ুয়া, উখিয়া :

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকাদান কার্যক্রম ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান পরিদর্শন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (৯ ফেব্রুয়ারি) উখিয়া কুতুপালং ক্যাম্প ২-ডাব্লিউ তে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম ও আইওএম এর হাসপাতাল পরিদর্শন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব আবদুস সালাম খান, চট্টগ্রাম বিভাগের পরিচালক ( স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবির, কক্সবাজার সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান, মহাপরিচালকের গণসংযোগ কর্মকর্তা মোঃ আককাস আলী শেখ, আইওএম এর উর্ধতন কর্মকর্তা, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন প্রমুখ।

পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হাসপাতাল ও টিকাদান কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের বিভিন্ন সেবা বিভাগ ঘুরে দেখেন। এসময় মহাপরিচালক ক্যাম্পে কর্মরত সেবাদানকারী ও ক্যাম্পে আগত সেবা গ্রহণকারীদের সাথে এ ব্যাপারে পরামর্শ দেন।

 

 

শেয়ার