Top
সর্বশেষ

খুনের জেরে কালিনিতে ১৮ ঘরে অগ্নি সংযোগ

০৯ ফেব্রুয়ারি, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
খুনের জেরে কালিনিতে ১৮ ঘরে অগ্নি সংযোগ
মাদারীপুর প্রতিনিধি :

জেলার কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়িসহ ১৮ টি বসতঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। গত ৮ ফেব্রয়ারী রাতে এঅগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়।

কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল জানান,আওয়ামীলীগ নেতা আলিনগর ইউনিয়নের মানিক সরদারকে গত ৭ ফেব্রুয়ারি রাতে দুষ্কৃতিকারীরা কুপিয়ে জখম করে।পরে রাত ১০ টায় সে হাসপাতালে মারা যায়।

এই ঘটনাকে কেস্দ্র করে গতকাল রাত ৮ টায় কিছু লোক আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের দোতলা বাড়ি সহ মোট ছোট- বড় ১৮ টি বসত ঘরে লুটপাটের পর আগ্নি সংযোগ করে।

ওসি ইসতিয়াক আসফাক রাসেল আরো জানান,সম্প্রতি অনুস্ঠিত ইউপি নির্বাচনে আলীনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে হাফিজুর রহমান মিলন সরদার এর প্রতিদ্বন্দ্বী ছিলেন আঃলীগ প্রার্থী সাহিদ পারভেজ।নিহত মানিক সরদার মিলন সরদারের বিপক্ষে কাজ করে বলে জানা যায়।

এদিকে নির্বাচনে সাহিদ পারভেজ,র পক্ষে কাজ করার কারণে মানিককে হত্যা করা হয় বলে তার বোন তাসলিমা দাবী করেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নূর মোহাম্মদ জানান,খবর পেয়ে মাদারীপুর ও বরিশালের গৌরনদীর ফায়ার সার্ভিস দল ঘটনাস্হলে পৌছে দীর্ঘ ২ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন আয়ত্বে আনে। অগ্নিকান্ডে একটি দোতলা ঘরসহ ১৮ টি বসত ঘর ক্ষতিগ্রস্হ হয়।এতে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

শেয়ার