Top
সর্বশেষ

কেশবপুরে আশ্রয় প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

০৯ ফেব্রুয়ারি, ২০২২ ৭:১৫ অপরাহ্ণ
কেশবপুরে আশ্রয় প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক
অলিয়ার রহমান, কেশবপুর (যশোর) :

কেশবপুরে যশোর জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান ভূমি ও গৃহহীনের জন্য তৈরি করা আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। বুধবার বিকালে তিনি উপজেলার ইমাননগর, বাউশালা ও ধর্মপুর এলাকায় নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা প্রমুখ।

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতার তৃতীয় পর্যায়ে উপজেলার ইমাননগর, বাউশালা, ধর্মপুরসহ ৭টি এলাকায় ৪৭টি ঘর নির্মাণ করা হচ্ছে। যশোর জেলা প্রশাসক মহোদয় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।

 

 

শেয়ার